ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৭ লাখ টাকায় সৈয়দপুর রেলওয়ে কোয়ার্টার বিক্রি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
৭ লাখ টাকায় সৈয়দপুর রেলওয়ে কোয়ার্টার বিক্রি!

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের মহিলা কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় রেলওয়ের সরকারি কোয়ার্টার ৭ লাখ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

৩৯০ নম্বর ওই রেল কোয়ার্টার বেচা-কেনা নিয়ে কয়েক দিন ধরে এলাকার প্রভাবশালী কতিপয় দালালদের মধ্যে চলে দেন দরবার।

সরকারি এ রেলওয়ে কোয়ার্টার দীর্ঘদিন ধরে দখল করে সেখানে বসবাস করে আসছিল রাসেদ নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি ওই সরকারি রেলওয়ে কোয়ার্টারটি এলাকার কতিপয় ভূমি দস্যুর সঙ্গে হাত মিলিয়ে এমদাদুল নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। ক্রেতা সেটি নেওয়ার পর হাত দিয়েছেন মেরামত কাজে। এভাবে মুন্সিপাড়ায় সরকারি রেলওয়ে কোয়ার্টার বিক্রি হয়ে আসছে অহরহ।  

সরকারি কোয়ার্টার কিভাবে ক্রয় করলেন এ বিষয়ে জানতে চাইলে এমদাদুল নামে ওই ব্যবসায়ী বাংলানিউজকে জানান, আমার দোকানের মালামাল রাখার জায়গা ছিলো না তাই এটি আমি কিনেছি। তবে সরকারি রেলওয়ে কোয়ার্টার এভাবে নেওয়া আমার অন্যায় হয়েছে।  

এসময় তিনি এ বিষয়ে পত্রিকায় না লেখার জন্য অনুরোধ করেন।

রেলওয়ের কানুনগো জিয়াউল ইসলাম বাংলানিউজকে জানান, সরকারি রেল কোয়ার্টার বিক্রির বিষয়টি আমার জানা নেই। তবে যারা এর সঙ্গে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে উদ্ধার করা হবে সরকারি ওই কোয়ার্টার।

সরকারি রেল কোয়ার্টার বেচা-বিক্রির বিষয়ে কথা হয় বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আহসান আহমেদের সঙ্গে। তিনি বলেন, আমি অফিসিয়াল কাজে কয়লা খনিতে রয়েছি। ফিরে এসে সরকারি সম্পত্তি যারা বেচা বিক্রি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।