ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অবৈধ ৫শ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
ফেনীতে অবৈধ ৫শ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ...

ফেনী: ফেনীর রামপুরে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ৫শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলে এ অভিযান।

 

অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল- নোমান ভূইয়া, এন এম আব্দুল্লাহ আল মামুন, বাখরাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ সোলায়মান, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সগির আহম্মেদ, ফেনী বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপক (বিক্রয়) মো. সাহাব উদ্দিন।

এর আগে ২০১৮ সালে একই এলাকায় লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বাখরাবাদ কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।