ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছেন শ্রমিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছেন শ্রমিকরা

সিলেট: অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিসিক কর্মচারী ও পরিবহন শ্রমিক সংঘর্ষ কেন্দ্র করে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১৪১৮) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ ঘোষণা দেন নেতারা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে নেতারা বলেন, সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত আমরা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সময় বেঁধে দিলাম।

এই সময়ের মধ্যে আমাদের স্ট্যান্ডের জায়গা বরাদ্দ করে না দিলে সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হলো। দাবি দাওয়া পূরণ না হলে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট পালন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।