ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানার বাগবাড়ি এলাকা থেকে আক্তার হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ধারণা তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগবাড়ি ২০৩/এ বাড়ির নিচতলার একটি কক্ষে তার মরদেহ উদ্ধার করা হয়।

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল বাংলানিউজকে জানান, নিহত আক্তার হোসেন ওই বাসার নিচ তলায় একটি কক্ষে একাই থাকতেন। অনেক আগেই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। নিহতর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারি কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানা যায়নি, জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।