ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সতর্কতার সঙ্গে তৈরির অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সতর্কতার সঙ্গে তৈরির অনুরোধ

ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুত করার অনুরোধ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং অ্যারমা দত্ত বৈঠকে অংশ নেন।

বৈঠকে গত ০৬ জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা; গৃহীত বিভিন্ন প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন ও তৎ সম্পর্কে আলোচনা এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

সংসদের ফ্লোরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে যথাসময়ে প্রকল্পসমূহের কাজ সমাপ্ত/বাস্তবায়ন করার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে জেলা ও উপজেলার মাঠ পর্যায়ে কাজের পরিধি বৃদ্ধি করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুতের অনুরোধ করা হয়। বাস্তবতার নিরিখে সকল পর্যায়ে দক্ষতা, স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

এছাড়া শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবার পরিজনের সুরক্ষা, চিকিৎসা সেবার মান উন্নয়ন সর্বোপরি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আরো গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরমা’ শীর্ষক প্রকল্প বাস্থবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বিধায় স্মৃতিস্তম্ভ নিমার্ণ ও সকল প্রকল্প বাস্তবায়নের প্রতি সমন্বিত প্রয়াস কামনা করা হয়।

বৈঠকে আইএমইডির সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক, জামুকার মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।