ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু পরিবারের সবাই খেলাধুলায় নেতৃত্ব দিয়েছেন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
বঙ্গবন্ধু পরিবারের সবাই খেলাধুলায় নেতৃত্ব দিয়েছেন 

মুন্সিগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা ভালোবাসতেন। তার পরিবারের সবাই খেলাধুলায় নেতৃত্ব দিয়েছেন।

আগামীতে ২০টি জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশে ১২৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ করেছে। ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের একটি প্রস্তাব একনেকে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। এক হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে এসব মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এছাড়া মুজিববর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধন করেন তিনি।

মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, জেলা পুলিশ সুপার মো. আব্দুল মোমেন, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।  

জানা যায়, জেলা ইনডোর স্টেডিয়ামটিতে ব্যাডমিন্টন, টেবিল টেনিসসহ বিভিন্ন ধরনের ইনডোর খেলার ব্যবস্থা রয়েছে। এছাড়া আছে আধুনিক ব্যায়ামাগার। গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবে ৪০০ দর্শনার্থী।  

২০১৮ সালের মার্চ মাসে ইনডোর স্টেডিয়ামটির নির্মাণ শুরু হয়ে শেষ হয় ২০২০ সালে।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮ ঘণ্টা, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।