ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টমেটোর পিকআপ ভ্যানে ৪ কোটি টাকার হেরোইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
টমেটোর পিকআপ ভ্যানে ৪ কোটি টাকার হেরোইন

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া এলাকায় অভিযান চালিয়ে টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যান থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে পিকআপ ভ্যান চালক সুজন আলী (২১) ও একই উপজেলার হামিদপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলপার মো. সুজন (২৩)।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার টিএম মাইনুল ইসলাম জানান, বুধবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ডাইংপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যানকে তাদের সন্দেহ হয়। পরে ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা তিন কেজি ৭৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। বিপুল পরিমাণ এ হেরোইন চোরাচালানের অভিযোগে পিকআপচালক-হেলপারকে আটক করা হয়।

এছাড়া ১ হাজার ২৮০ কেজি টমেটোসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক আইনে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।