ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (২২) নামে এক স্যানেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

তরিকুল ইসলাম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মধ্য চরাইল গ্রামে আব্দুল হামিদ আকনের ছেলে।

এক মেয়ের জনক তরিকুল বর্তমান খিলগাঁওয়ের মাদারটেক এলাকায় থাকতেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা বড়ভাই জসিম বাংলানিউজকে জানান, তারা দু'ভাই স্যানেটারি মিস্ত্রির কাজ করেন। সোমবার খিলগাঁও নন্দিপাড়া মাদবরবাড়ি রোডে একটি দুতলা ভবনে ইলেক্ট্রিক মেশিন দিয়ে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তরিকুল। এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।