ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
পাটগ্রামে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকায় ট্রাকচাপায় আনসারুল ইসলাম মিলন (৩৬) নামে ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি বেসরকারি খাতের ডাচ্ বাংলা ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক ছিলেন।

বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বাংলানিউজকে জানান, অফিস শেষে মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে নিজ বাড়ি কালিগঞ্জের দিকে যাচ্ছিলেন মিলন।  নবীনগর এলাকায় পৌঁছলে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।