ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
বাগেরহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাহবুব ইসলাম সানি (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক আরোহী।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার সিংবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক বাগেরহাট সদর উপজেলার মো. ইউনুসকে আটক করেছে পুলিশ।

মাহবুব ইসলাম সানি খুলনা শহরের মাগমারা মেইনরোডস্থ হাজী লেন এলাকার রানা মজুমদারের ছেলে। সে শরণখোলা উপজেলার গোলবুনিয়া গ্রামে নানা মান্নান তালুকদারের বাড়িতে থেকে লেখাপড়া করতো। সানি এ বছর রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেছেন।

স্থানীয়রা জানান, এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খুলনা যাচ্ছিলেন সানি। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর যুবক আহত হন। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে। এছাড়া চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।