ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর নামে শ্যুটিং একাডেমির নামকরণের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
বঙ্গবন্ধুর নামে শ্যুটিং একাডেমির নামকরণের সুপারিশ

ঢাকা: নবনির্মিত শ্যুটিং একাডেমির নাম ‘বঙ্গবন্ধু শ্যুটিং কমপ্লেক্স’ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মুর্শেদী, এএম নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশ নেন।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকা এবং বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকা পরিদর্শন ও এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইনস্টিটিউটের দক্ষিণ পাশে চার একর এবং উত্তর পাশে ১০ একর জমিসহ সর্বমোট ১৪ একর জমি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

এছাড়া নবনির্মিত শ্যুটিং একাডেমির নাম ‘বঙ্গবন্ধু শ্যুটিং কমপ্লেক্স’ এবং বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনসহ অন্য ইভেন্টের সরঞ্জামাদি আমদানির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।