ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিজ্ঞান জাদুঘরের সভায় প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
বিজ্ঞান জাদুঘরের সভায় প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর তাগিদ

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তুষ্টি ব্যক্ত করে প্রতিষ্ঠানের অংশীজনরা যুগের চাহিদার সঙ্গে সমন্বয় করে একে আরও প্রযুক্তি নির্ভর করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরে অংশীজনদের নিয়ে আয়োজিত এক বিজ্ঞান সভায় শিক্ষার্থী, শিক্ষক, ক্ষুদে বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তারা প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

 

সভা উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞার চর্চার সঙ্গে গবেষণায় সম্পৃক্ত হতে হবে। তিনি বিজ্ঞান, উদ্ভাবন, ধর্ম, নৈতিকতা এবং প্রযুক্তির সমন্বয়ে জাতি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।  

তিনি বলেন, বিজ্ঞান জাদুঘরের বহিরাঙ্গনের পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। এ এলাকায় সুষ্ঠুভাবে পাবলিক টয়লেট পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে কঠোর হতে হবে। অন্যথায় দর্শক-শিক্ষার্থীদের জন্য এ জাদুঘর অনুকূল হবে না।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।