ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) সদস্যরা।
আটরা হলেন- সুজন (৩৬), জাফর সরদার (৪২), নাসির উদ্দীন হাওলাদার (৪৪) ও রনি সিকদার (২৫)।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৬ পিস তাস, পাঁচটি মোবাইল ও নগদ ১২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে তারা জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান এএসপি এনায়েত কবির শোয়েব।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমএমআই/ওএইচ/