ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন বরিশালে দ্বিতীয় ধাপে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
শপথ নিলেন বরিশালে দ্বিতীয় ধাপে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ...

বরিশাল: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বরিশাল বিভাগের নির্বাচিত ৭ মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত ৭ মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

 

যারা শপথ নিলেন

বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ, পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন, ভোলার দৌলতখান পৌরসভার মেয়র মো. জাকির হোসেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, বরিশাল জেলার গৌরনদী পৌঁরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, মেহেন্দিগঞ্জ পৌরসভার মো. কামাল উদ্দিন খান এবং পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির।

পরে ৭ পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।  

শপথ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।