ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরার মহম্মদপুরে ছিনতাইকারীর কবলে এক নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
মাগুরার মহম্মদপুরে ছিনতাইকারীর কবলে এক নারী প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন সদরে ছিনতাইয়ের কবলে পড়েছেন সালমা বেগম (২২) নামে এক নারী। এ সময় ছিনতাইকারীরা স্বর্ণালঙ্কার ও মোবাইফোন নিয়ে গেছেন বলে জানা গেছে।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে খলিশাখালী-চাকুলিয়া সড়কে এ ঘটনা ঘটে।  

সালমা একই ইউনিয়নের বলরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ও খলিশাখালীর তবিবর শেখের মেয়ে।

নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বোরহানুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত পৌনে ৮টার দিকে সালমা নামের এক নারী নহাটা বাজার থেকে মোটরসাইকেল ভাড়া করে বাবার বাড়ি পার্শ্ববর্তী খলিশাখালী গ্রামে যাচ্ছিলেন। পথে চাকুলিয়া এলাকার নির্জন স্থানে গাড়ি থামিয়ে নারীর হাতে থাকা মোবাইলফোন, স্বর্ণের চেন ও কানের দুল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে রাতেই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিত স্থানীয় দুই যুবককে আটকের জন্য তৎপরতা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।