ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
সাতক্ষীরায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বিক্ষোভ সাতক্ষীরায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি; বাংলানিউজ

সাতক্ষীরা: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ঘাতকের বুলেটে নিহত তরুণ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের পলাশপোলস্থ সাপ্তাহিক সূর্যের আলো কার্যালয়ের সামনে থেকে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যরা বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিক্ষোভ মিছিল শেষে শহীদ আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ। সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুনসুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শরীফুল্লাহ কায়সার সুমন, ওয়ারেশ খান চৌধুরী, আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।