ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কৌশলগত অংশীদারিত্ব জোরদার করবে বাংলাদেশ-জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
কৌশলগত অংশীদারিত্ব জোরদার করবে বাংলাদেশ-জাপান

ঢাকা: বাংলাদেশ ও জাপান কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে ঐক্যমত হয়েছে। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপান কৌশলগত  অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছি আমরা।

তিনি আরও বলেন, বৈঠকে আগামী ২০২২ সালে বাংলাদেশ-জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে  দু'দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয়পক্ষ একমত হয়েছে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠক ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। এবার তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হলো। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের বৈঠক হয় ভার্চ্যুয়ালি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।