ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে ইউএনওর গাড়ি খাদে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
নিয়ন্ত্রণ হারিয়ে ইউএনওর গাড়ি খাদে

ঝালকাঠি: ঝালকাঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এসময় গাড়িতে থাকা জেলার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন ও তার গাড়ি চালকসহ নিরাপত্তাকর্মী আহত হন।



বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটির রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নিরাপত্তা নি‌য়ো‌জিত আনসার সদস্য ও তার গাড়িচালক আহত হন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ভোরে রাজাপুরের ইউএনও মহোদয় গাড়িতে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রায়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, গাড়িটি দুর্ঘটনাকবলিত হ‌লে গা‌ড়ির চালক ও নিরাপত্তাকর্মী সবাই কম‌বে‌শি আহত হ‌য়ে‌ছেন। ত‌বে সবাই প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে বাসায় র‌য়ে‌ছেন।

এ ঘটনায় ইউএনও সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।