ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
জয়পুরহাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

জয়পুরহাট: জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সদর রাস্তায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় নাছির উদ্দীন নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির জয়পুরহাট সদর উপজেলার মাধাই নগর গ্রামের সমীর উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার পঞ্চম ধাপে অনুষ্ঠেয় জয়পুরহাট পৌরসভা নির্বাচনের সরঞ্জামাদী ভটভটিযোগে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছিল এক চালক। পথে ভটভটিটি বিদ্যালয় সংলগ্ন সদর রাস্তায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই নাছির নিহত হন।

একই সময়ে পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে আলম হোসেন নামে এক ভ্যানচালক গুরুতর আহত হলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।