ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে নিখোঁজের ১১ দিনপর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
পলাশে নিখোঁজের ১১ দিনপর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীর পলাশে নিখোঁজের ১১দিন পর হাড়িধোয়া নদী থেকে ইয়াকুব মিয়া (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দড়িরচর এলাকার হাড়িধোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, ২২ ফেব্রুয়ারি কিশোরের নিখোঁজের ঘটনায় পলাশ থানায় সাধারণ ডাইরি করেন তার মা আমেনা বেগম।

নিহত ইয়াকুব মিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইরচর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কিশোর ইয়াকুব পেশায় একজন রিকশাচালক। ১৭ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টার দিকে পলাশের কালির বাজার থেকে অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হন ইয়াকুব। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে পলাশ থানায় সাধারণ ডায়েরি করা হয়। এদিকে নিখোঁজের ১১ দিনপর শনিবার দুপুরে উপজেলার দড়িরচর এলাকার হাড়িধোয়া নদীতে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পলাশ থানা পুলিশ ও শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মরদেহ দেখে ইয়াকুবকে শনাক্ত করে তার মা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।