ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
কারওয়ান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে  

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৯টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিগান বাংলানিউজকে বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন রাত ১০টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।  

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ডিউটি অফিসার মাহফুজ রিগান।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।