ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের খালের পাশ থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেংরা এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বনবিভাগ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।