ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগে শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
তুরাগে শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকায় তিমরুল হাসান মারুফ (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার উপ-পরিদর্শক এসআই মহাইমিনু রহমান।

শিশুটি পরিবারের সঙ্গে তুরাগ পুরান খালি এলাকার একটি বাসায় থাকতো। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।

এসআই মহাইমিনু রহমান জানান, সন্ধ্যার দিকে তুরাগের পুরান খালি এলাকার বাসার সামনে থেকে শিশু মারুফের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আর জানান, আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বাসার পাশেই একটি নির্মাণাধীন বাড়ির তিন তলা থেকে নিচে পড়ে যায় শিশুটি। আহত অবস্থায় লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি বলেন, বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এজেডএস/এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।