ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে ইসলামি ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মনিকা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোমেনা বেগম (৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নারমোড় কুষ্টিয়া-দাশুড়িয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মনিকা পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের জগন্নাথপুর পশ্চিমপাড়া গ্রামের কৃষক মহিদুল ইসলামের মেয়ে।  

পাকশি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রামের প্রতিবেশী ফুফু মোমেনা বেগমের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী মেয়ে শিশু মনিকা ইসলামি ওয়াজ শুনে বাড়িতে ফিরছিলো। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাস্তা পার হতে গিয়ে কুষ্টিয়া-দাশুড়িয়া-পাবনা মহাসড়কের মুন্নারমোড় স্থানে কুষ্টিয়া থেকে পাবনার দিকে আসা একটি প্রাইভেটকার দ্রুতবেগে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনিকা নিহত ও আমেনা গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে আহত মোমেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও জানান, মহাসড়কে ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি দ্রুতবেগে পালিয়ে চলে যায়। রাত গভীর হওয়ার কারণে এলাকার কেউ ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি। কেউ গাড়ির নাম্বারটি মুখস্থ রাখলেও সহজ হতো গাড়িটি আটকের। পাকশি হাইওয়ে পুলিশ শিশু মনিকার মরদেহ উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকার কারণে কোন মামলা নথিভুক্ত হয়নি।  

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।