ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫ সেপটিক ট্যাংক বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শহরের টি এ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শাহআলম (৪০), লিটন (৩৭), পারভেজ (৪৮), মারুফ (৫০), শফিক (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টি এ রোড এলাকায় হঠাৎ একটি ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের বিস্ফোরণ ঘটে। ট্যাংকের উপরে একটি বেকারির দোকান ছিল। এ সময় দোকান মালিক ও কর্মচারীসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে দোকানের একাংশের দেয়াল ধসে পড়ে। এতে দোকানের মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।