ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় রিকশাচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় রিকশাচালকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া মোড় এলাকায় ট্রাক্টরের চাপায় বজলুর রহমান (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বজলুর রহমান পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে রিকশা চালিয়ে যাচ্ছিলেন বজলুর রহমান। এ সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে সদর উপজেলার জালুয়াপাড়া মোড় এলাকায় পিছন দিক দিয়ে রিকশাটিকে একটি ট্রাক্টর চাপা দেয়। এতে রিকশাচালক বজলুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১ 
এমআরএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।