ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
কিশোরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটক সোহাগ মিয়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ সোহাগ মিয়া (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাব-১৪ সিপিসি ২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বি এন এম শোভন খান এ তথ্য জানান।

 

এর আগে শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মইষাখালী-পূর্ব পারদা এলাকা থেকে তাকে আটক কর হয়।  
আটক সোহাগ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মইষাখালী গ্রামের মৃত আব্দুল সাত্তার ভুইয়ার ছেলে।

বি এন এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মইষাখালী-পূর্ব পারদা এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক সোহাগ মিয়া স্বীকার করেন দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১     
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।