ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ মিজান শেখ (৩৮) নামের এক শিকারিকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গভীররাতে মোংলা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল এলাকায় তাদের বাড়ি থেকে মাংসসহ তাকে আটক করা হয়।

আটক মিজান শাহজালাল এলাকার ইদ্রিস শেখের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মিজান শেখ বিক্রির জন্য বাড়িতে হরিণের মাংস নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস পাওয়া যায়।  

আটক মিজানের নামে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।