ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জের জাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
মুন্সিগঞ্জের জাল কারখানার আগুন নিয়ন্ত্রণে ২ ঘণ্টার চেষ্টায় মুন্সিগঞ্জের জাল কারখানার আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় 'হেনা ফিসিং নেট' নামে একটি জালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বিসিক শিল্প নগরীর ভেতরে এ ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এসময় আবু ইউসুফ নামে ফায়ার সার্ভিসের একজন সদস্য চোখে আঘাতপ্রাপ্ত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবু বক্কর জামান বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোর চারটা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। কারখানার বেশকিছু মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া গেছে। ভেতরে রাখা মালামাল, কাঁচামালে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

তিনি জানান, কর্মরত শ্রমিকরা তাৎক্ষণিক বের হয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, কারখানা থেকে কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে আশেপাশের কারখানার শ্রমিকরাও বাইরে এসে পড়ে। তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা ব্যর্থ হন। আগুন লাগার ৪০-৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে।  

এদিকে, আগুনে কারখানাটির মেশিন ও জাল তৈরির কাচামালসহ ৬০ কোটি টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেছেন কারখানার ম্যানেজার চাঁন মিয়া।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।