ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কবর থেকে ১৬ কঙ্কাল চুরি!

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
আশুলিয়ায় কবর থেকে ১৬ কঙ্কাল চুরি! ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার গোহাইলবাড়ির রণস্থল এলাকার একটি কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় আশুলিয়ার শিমুলিয়া ইউপির রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা হৃদয় আহমেদ জিয়া বাংলানিউজকে জানান, সকালে তার চাচাতো বোন রেজিয়ার মরদেহ দাফন করতে এসে বেশ কয়েকটি কবর খোড়া দেখতে পান তারা। পরে মোট ১৬টি কবরে মরদেহের কঙ্কাল নেই দেখতে পান। বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সোনা মিয়া সরকার বাংলানিউজকে বলেন, ১৬টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। ওই কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর দেওয়া থাকলেও কিছু স্থানে প্রাচীর ছিল না।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।