ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কামারশালায় ট্রাক, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কামারশালায় ট্রাক, নিহত ১

বগুড়া: বগুড়ায় সদর উপজেলায় ট্রাকের চাপায় রঞ্জন কর্মকার (৩২) নামে এক কামার নিহত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রঞ্জন কর্মকার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশেকোলা কামারপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন বাঘোপাড়া বাজার এলাকায় একটি গ্যারেজে ট্রাক মেরামত কাজ চলছিল। দুপুর ১টার দিকে গ্যারেজে কেউ না থাকায় ওই গ্যারেজে কর্মরত রং মিস্ত্রি লিটন শখের বসে ট্রাক চালাতে যান। এ সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের এক কমাশালায় ঢুকে কামার রঞ্জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রঞ্জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই রং মিস্ত্রি লিটন পালিয়েছেন। পরে স্থানীয় লোকজন রঞ্জনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত রঞ্জনের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।