ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় ধরা পড়লো ১১০ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
যমুনায় ধরা পড়লো ১১০ কেজির বাঘাইড় ...

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১১০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে মাছটি।

পরে স্থানীয় মাছ ব্যবসায়ী শহিদুর রহমান ১১শ’ টাকা কেজি দরে ১ লাখ ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।  

মাছ ব্যবসায়ী শহিদুর রহমান জানান, কেনার পর মাছটি এখন পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রেখেছেন। বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৫শ’ টাকা কেজি দরে মাছটি বিক্রি করবেন তিনি।  

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, বাঘাইড় গভীর পানির মাছ। আবহমানকাল থেকেই যমুনা ও তৎসংলগ্ন নদীতে প্রায়ই এ মাছ ধরা পড়ে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।