ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় শেখ আব্দুর রাজ্জাক টুলু (৪৯) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুলু একই উপজেলার বাজিতপুর গ্রামের আবু তালেব শেখের ছেলে।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, টুলু রাস্তা দিয়ে হেটে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।