ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভূমিহীন ৮ পরিবারকে জমি-ঘর দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০২১
ভূমিহীন ৮ পরিবারকে জমি-ঘর দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

পঞ্চগড়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়নে ৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নিজের জমি দান করলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত মো. সাইফুর রহমান ও তার সহধর্মিণী পারুল বেগম।

সোমবার (১ মার্চ) বিকেলে রেজিস্ট্রির মাধ্যমে জমি সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষে ধাক্কামারা ইউনিয়নের আরাজী শিকারপুর এলাকায় মোট ১৬ শতক জমির কাগজ সম্পাদন করেন এই দম্পতি।

জানা যায়, ভূমিহীন ও গৃহহীন ৮ পরিবারকে ২ শতক করে মোট ১৬ শতক জমিতে ঘর করে দেওয়া হচ্ছে। যাতে প্রতি পরিবারের জন্য থাকছে ২টি করে ঘর, একটি রান্নাঘর, টিউবঅয়েলসহ সোলার প্যানেল ব্যবস্থা।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত মো. সাইফুর রহমান বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭ মার্চ ২০২০ সালে ঘোষণা দিয়েছিলেন যে দেশের একটি মানুষও ভূমিহীন বা গৃহহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই সহধর্মিণী পারুল বেগমের সহায়তায় আরাজী শিকারপুর এলাকায় ৮ জন ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছেন দুর্যোগ সহনশীল, সম্পূর্ণ বিনামূল্যে সেমিপাকা ঘর ও দুই শতাংশ জমির মালিকানা।

উপকারভোগী ভূমিহীন নুরনেহার ও সমিজা বেগম বাংলানিউজকে জানান, আমাদের নিজস্ব কোনো ঠিকানা নেই। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত মো. সাইফুর রহমান ও তার সহধর্মিণী পারুল বেগম আমাদের জন্য তাদের নিজের জমি বরাদ্দ দিয়েছে। এখন থেকে আমাদের নিজের জমি ও ঘর হলো।

এসময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল খান, যুগ্ম সম্পাদক রাসেদুজ্জামান খান মিঠুন, সহ-সভাপতি কামরুজ্জামান খান রয়েল, প্রচার সম্পাদক সাব্বির হোসেন, আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটু, বন পরিবেশ সম্পাদক সুমন প্রধান, সমাজসেবক আনোয়ার হোসেন মার্রসালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।