ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শুরু হচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ূথ ক্যাপিটাল: বঙ্গবন্ধু ইযুথ আর্ট কম্পিটিশন’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০২১
শুরু হচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ূথ ক্যাপিটাল: বঙ্গবন্ধু ইযুথ আর্ট কম্পিটিশন’

ঢাকা: ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত ৫৭টি দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণশিল্পীদের শিল্পকর্ম নিয়ে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-২০২১: বঙ্গবন্ধু ইযুথ আর্ট কম্পিটিশন’। ওআইসি কর্তৃক বাংলাদেশের রাজধানী ঢাকাকে ‘ওআইসি’র যুব রাজধানী ২০২০’ ঘোষণা উপলক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১ মার্চ) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই প্রতিযোগিতার আয়োজন করছে। আয়োজনের সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল এবং ইস্তাম্বুল ভিত্তিক ইসলামিক সহযোগীতা যুব ফোরাম (আইসিওয়াইএফ)।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন, ইসলামিক সহযোগিতা যুব ফোরামের (আইসিওয়াইএফ) প্রতিনিধি ফারদিলা ড্রাইন প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদযাপনের জন্য বছরব্যাপী আটটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো- ওআইসি নলেজ মাস্টার; শেখ হাসিনা ইয়ুথ ভলেস্টিয়ার অ্যাওয়ার্ড; ইন্টারপ্রেনারশিপ স্কিল ডেভলেপমেন্ট অ্যান্ড ইমপ্লয়েমেন্ট ক্যাম্প; ফিল্ম ফেস্টিভাল; ডিবেট কম্পিটিশন; আর্ট এক্সিবিশন; স্কাউট কনফারেন্স ফর সাসটেনেবল ডেভলেপমেন্ট; এবং হলি কোরআন রিসাইটেশন কম্পিটিশন। এই আয়োজনগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশন ক্যাটাগরি প্রতিযোগিতায় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো ধর্মের শিল্পীরা এবং এর বাইরের দেশগুলোর শুধু মাত্র মুসলিম সম্প্রদায়ের শিল্পীরা ‘কন্টেম্পরারি আর্ট, ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি ও গ্রাফিক ডিজাইন’ বিভাগে নিজ নিজ শিল্পকর্ম নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, এশিয়ার বাকি অংশ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ ও অস্ট্রেলিয়া এই ছয়টি অঞ্চলে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে বাংলাদেশ থেকে ২০টি, মধ্যপ্রাচ্য থেকে ২০টি, এশিয়ার বাকি অংশ থেকে ২০টি, আফ্রিকা অঞ্চল থেকে ১৫টি, উত্তর ও দক্ষীণ আমেরিকা অঞ্চল থেকে ১০টি এবং ইউরোপ ও অস্ট্রেলিয়া অঞ্চল থেকে ১৫টিসহ মোট ১০০টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করা হবে। যা নিয়ে পরবর্তীতে প্রদর্শনী করা হবে।

অঞ্চলভিত্তিক শিল্পকর্ম নির্বাচন ও আঞ্চলিক পুরস্কার ঘোষণা করা হবে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিলের মধ্যে। ছয় অঞ্চলের চারটি বিভাগের পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের শিল্পকর্মের পাশাপাশি নির্বাচিত ১০০টি চিত্রকর্ম নিয়ে আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভার্চুয়াল প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নির্বাচিত এ ১০০টি শিল্পকর্ম থেকে ৩ সদস্যের জুরিবোর্ড কর্তৃক মনোনীত চারজন সেরা শিল্পীকে পুরস্কার দেওয়া হবে। অংশগ্রহণের জন্য শিল্পীরা ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’, ‘কোভিড পেনড্যামিক’, হিউম্যানিটি ইন রিফুউজি ক্রাইসিস’, ইয়ূথ স্পিরিট ইন টেকনোলজি, ‘ইসলামিক আর্ট’ ও ‘ক্লাইমেট চেঞ্জ’ বিষয়ের প্রতি লক্ষ্য রেখে শিল্পকর্ম উপস্থাপন করতে পারবেন। আগ্রহী শিল্পীরা www.dhaka.oicyouthcapital.com/bangabandhu-youth-art-competion থেকে নিবন্ধন করতে পারবেন, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত।

আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে অতিথিরা বলেন, বাংলাদেশ শিল্প সাহিত্যের দেশ, তারুণ্য নির্ভর দেশ। মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত দেশের প্রতিটি উন্নয়নে তরুণদের ভূমিকা অগ্রগন্য। ওআইসির ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঢাকাকে নির্বাচন উপলক্ষ্যে এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী যুব ও তরুণদেরকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলবে। এছাড়া এ আয়োজন প্রতিযোগিতাকে ভিন্ন মাত্রা দেবে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব, আদর্শ ও চেতনাকে বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মাঝে সঞ্চারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।