ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
উল্লাপাড়ায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় কাভার্ড ভ্যানচাপায় শওকত আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত নওগাঁ জেলার সাপাহার থানার তাতুই গ্রামের বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বাংলানিউজকে জানান, নওগাঁর সাপাহার থেকে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন শওকত। তিনি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ চালকসহ কাভার্ড ভ্যান আটক করে।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।