ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কয়েলের আগুনে পুড়লো ছাগল-গরু-পাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
কয়েলের আগুনে পুড়লো ছাগল-গরু-পাট

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ছাগল পুড়ে মারা গেছে।

এছাড়া আগুনে ঝলসে গেছে দুই গরু, পাঁচটি ছাগল ও ঘরে থাকা কয়েক মণ পাট।

শুক্রবার (৫ মার্চ) ভোরে উপজেলার বাগানপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক ফজলুর রহমান।

তিনি জানান, মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে প্রতিদিনই মশার কয়েল জ্বালিয়ে রাখা হতো। মশার কয়েলের আগুন প্রথমে বিচালির গাঁদায় লেগে যায়। পরে গোয়াল ঘরের পাশে রাখা পাটের স্তূপে আগুন লেগে গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর আগেই পুরো গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফজলুর।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।