ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মার জাজিরা পয়েন্টে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ম্যারাথন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
পদ্মার জাজিরা পয়েন্টে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ম্যারাথন  ম্যারাথনের প্রতিযোগিরা। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকাল ১০টায় পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের টোলপ্লাজায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

 

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া এর সার্বিক সহযোগিতায় ৫টি গ্রুপে মাদারীপুর জেলার ৪টি উপজেলার প্রায় ৪ হাজার প্রতিযোগী ৫ কিলোমিটারের এ দৌড়ে অংশগ্রহণ করেন।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।

পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের টোলপ্লাজা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে ৫ কিলোমিটার পথ গিয়ে ইউটার্ন হয়ে আবার টোলপ্লাজায় এসে শেষ হয়। পরে ৫টি গ্রুপে ৩ জন করে বিজয়ী মোট ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- লে. কর্নেল মো. ফারুক আহমেদ ভূঁইয়া (পিএসসি, অধিনায়ক ৮ বীর, ৯ম পদাতিক ডিভিশন), মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, সদর ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস ও মো. মেহেদী হাসানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।