ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাক-কাভার্ভভ্যান সংঘর্ষে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
রূপগঞ্জে ট্রাক-কাভার্ভভ্যান সংঘর্ষে আহত ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রাম ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়।

আহতরা হলেন—শরিয়তপুর জেলার পালং উপজেলার বুড়িপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে ইমান আলী, কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ এলাকার মৃত সামসুল আলমের ছেলে তাইজুল ইসলাম ও হিরা।

ট্রাফিক পুলিশের পরিদর্শক মনির হোসেন বলেন, শুক্রবার দুপুরের দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় ড্রাম ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ ৩ জন আহত হয়ন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।