ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পটুয়াখালী: জেলার পটুয়াখালী গলাচিপা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল শিকদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাদুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোরশদ জানান, নিহত রাসেল শিকদার শহরের কাঠপট্টি এলাকার মরহুম নুর মোহাম্মদ শিকদারের ছেলে।
বাদুরা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মোটরসাইকেলের মাহবুব নামে আর এক আরোহী ছিল। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।