ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাট-বল হাতে মুখোমুখি মাশরাফি-মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
ব্যাট-বল হাতে মুখোমুখি মাশরাফি-মেয়র আতিক ব্যাট-বল হাতে মুখোমুখি মাশরাফি-মেয়র আতিক। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর বনানীর শহীদ যায়ান চৌধুরী মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলাম।


শনিবার (৬ মার্চ) দুপুরে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব বনাম ডিএসসিসি একাদশের মধ্যকার এ প্রীতি ক্রিকেট ম্যাচে দু'জন মুখোমুখি হন।


ডিএনসিসি একাদশের প্রতিনিধিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের প্রতিনিধিত্ব করেন মাশরাফি বিন মুর্তজা।  

এ সময় উৎসুক দর্শক খেলা উপভোগ করেন।  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি শহীদ যায়ান চৌধুরীর নামে মাঠের উদ্বোধন উপলক্ষে এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।  

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব ১১১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ডিএনসিসি একাদশ এক ওভার হাতে রেখেই ১১২ রানে জয় তুলে নেয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।