ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘সৌদি আরব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলেনি’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
‘সৌদি আরব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলেনি’

ঢাকা: সৌদি আরব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

বুধবার (১০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

তিনদিন সৌদি আরব সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার ঢাকায় ফিরেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ- সৌদি আরবের মধ্যে কোনো ইস্যু নেই।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে ডিটেনশন ক্যাম্পে গত বছর আমাদের জেদ্দা মিশন থেকে কর্মকর্তারা ৬৭১ বার গেছেন। সেখানে আমাদের শুধু বর্ডার এন্ট্রি নম্বর দেওয়া হয়েছে। আমরা অনুরোধ করেছি নাম, পাসপোর্ট নম্বর দেওয়ার জন্য। নাম, পাসপোর্ট নম্বর পেলে আমরা সেটা যাচাই বাছাইয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। সেই কমিটি তথ্য যাচাই করবে। রোহিঙ্গাদের ফেরত আনতে হবে, এটা সৌদি আরব বলেনি।

তিনি বলেন, অতীতে কক্সবাজার, চট্টগ্রাম এলাকা থেকে কিছু লোক নানাভাবে পাসপোর্ট নিয়ে গেছে। আবার হাতে লেখা পাসপোর্ট অন্য দেশ থেকেও বানিয়ে নেওয়া যায়। সে কারণে আমরা এমআরপি পাসপোর্ট প্রাধান্য দিতে চাই। এমআরপি পাসপোর্ট আমরা সহজেই রিনিউ করতে পারি।  

তবে রোহিঙ্গাদের দেখলেই বাংলাদেশি বলে প্রচারণাও চালানো হয় বলে জানান প্রতিমন্ত্রী।

তিনদিন সৌদি আরব সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার সকালে ঢাকায় ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।