ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করবে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করবে ভারত

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১৯৭১ সালের ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ শো’র আয়োজন করবে ভারত।  

রোববার (১৪ মার্চ) ভারতের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস- আইসিসিআর এই কনসার্টের আয়োজন করবে।  

কনসার্টের নেতৃত্বে থাকবেন জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন ও রবিশংকরের মেয়ে আনুশকা শংকর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় কনসার্ট আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। আর এই কনসার্ট হবে আগামী বছর।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মেডিসন স্কয়ারে ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ শো’র আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।