ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১২ বছরে বাংলাদেশ প্রতিদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
১২ বছরে বাংলাদেশ প্রতিদিন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: ১৫ মার্চ (সোমবার) ১২ বছরে (এক যুগ) পদার্পণ করবে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

বর্ষপূর্তি উপলক্ষে রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রতিদিন পরিবারের সদস্যরা ছাড়াও কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, এমপি ও সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি তাহজিব আলম সিদ্দিকী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

শুভেচ্ছা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ১২ বছরে পা রাখায় আমি বাংলাদেশ প্রতিদিন পরিবারের পুরো টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের সর্বাধিক প্রচারিত জনপ্রিয় এ পত্রিকাটি আরও ভালো করুক, সেই প্রত্যাশাই করছি।

তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, সারা পৃথিবীর কাছে বাংলাদেশ প্রতিদিনের যে সাফল্য, আশা করি, প্রতিষ্ঠানটি তা ধরে রাখবে। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এ সময়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে, সেই প্রত্যাশাই করছি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ প্রতিদিন এক যুগে পদার্পণ করছে। বাংলাদেশের সঙ্গে প্রতিদিনই আছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগা। বাংলাদেশ প্রতিদিনের প্রতি শুভ কামনা সব সময়।

একেএম এনামুল হক শামীম বলেন, সকালে সব প্রত্যন্ত অঞ্চলে একটি প্রিয় পত্রিকার নাম বাংলাদেশ প্রতিদিন। আমার কাছেও এটি সবচেয়ে প্রিয় পত্রিকা। আমি মনে করি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বা বাংলাদেশ প্রশ্নে এ পত্রিকাটি কোনো আপোষ করবে না।

মোহাম্মদ সাইদ খোকন বলেন, এক যুগে পা রাখা উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, অল্প সময়ের মধ্যে দেশের ১৭ কোটি মানুষের হৃদয় জয় করেছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, ব্যবসায়ীসহ সব সেক্টরকে এক স্থানে আবদ্ধ করেছে দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন।

তাহজীব আলম সিদ্দিকী বলেন, মানুষের প্রত্যাশার চেয়েও বেশি অবদান রাখছে বাংলাদেশ প্রতিদিন। বাঙালি জাতীয়তাবাদ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে বাংলাদেশ প্রতিদিন অবিচল থেকেছে। বাংলাদেশ প্রতিদিনে আছে সৃষ্টিশীলতা-সৃজনশীলতা।

অ্যাডভোটেক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশ প্রতিদিন আমার সবচেয়ে প্রিয় পত্রিকা। ঘুম থেকে উঠে যদি বাংলাদেশ প্রতিদিন না দেখি, তাহলে অস্থির লাগে। শুধু আমিই নই, সব শ্রেণি-পেশার মানুষ বাংলাদেশ প্রতিদিন পড়েন। এমন কোনো এলাকা নেই, গ্রাম নেই, যেখানে বাংলাদেশ প্রতিদিন যায় না।

তাবিথ আউয়াল বলেন, গত এক বছরে ভয়ঙ্কর ও খরার পরিস্থিতি মোকাবিলা করেছে বাংলাদেশসহ সারাবিশ্ব। ওই সময় অনেক গণমাধ্যম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন শুধু টিকে নয়, এ মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে। এ ভূমিকার জন্য বাংলাদেশই বাংলাদেশ প্রতিদিনের কাছে কৃতজ্ঞ।

কালের কণ্ঠ সম্পাদক এমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশ প্রতিদিন কোটি কোটি মানুষের হৃদয় জয় করে আলোড়িত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও প্রকাশিত হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। এটা একটা ইতিহাস। এর আগে বাংলাদেশের সংবাদপত্রের জগতে কখনোই এটি ছিল না। আমাদের মাথার ওপরে আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে নঈম নিজাম বলেন, করোনাকালে সংবাদপত্র একটি কঠিন সময় পার করছে। এ কঠিন সময় বাংলাদেশ প্রতিদিন অতিক্রম করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ প্রতিদিন এখন সেই আগের অবস্থানে ফিরে যাচ্ছে।

এছাড়া এ অনুষ্ঠানে ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, কর্নেল (অব.) ফিরোজ শাম্মী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলাদেশ প্রতিদিনের উপ সম্পাদক মাহমুদ হাসান, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু অংশ নেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার নবরাত্রী হলে দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণিজন সম্মাননা ২০২০-২০২১’ দেওয়া হবে।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশনা দেশের সর্বাধিক প্রকাশিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসই/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।