ফেনী: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ফেনীতে মাঠে ফের সক্রিয় হয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১৬ মার্চ) মাস্ক পরিধান না করায় শহরের ট্রাংক রোড় শহীদ মিনার এলাকায় ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল। এ সময় ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে মাস্কও বিতরণ করা হয়।
তথ্য নিশ্চিত করে তমালিকা পাল বলেন, ১৩ জনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে এবং শেষে একটি করে মাস্ক উপহার দেওয়া হয়।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ফেনী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসএইচডি/এমআরএ