ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নকল পণ্য বাজারজাত চক্রের তিন প্রতারক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
নকল পণ্য বাজারজাত চক্রের তিন প্রতারক গ্রেফতার

ঢাকা: দেশের নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল পণ্য মোড়কজাত করে বাজারজাত ও বিক্রির দায়ে এক প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার তিনজন হলেন- জাহিদুল ইসলাম (৩৫), আব্দুর কাদের (২৫) ও ইউনুছ আলী (১৯)।

অভিযানে প্রায় ১৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের সরঞ্জাম এবং বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান তদন্তকারী সংস্থার অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি বলেন, সোমবার (১৫ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নকল পণ্য বাজারজাত চক্রের তিন প্রতারককে গ্রেফতার করা হয়।

শেখ ওমর ফারুক বলেন, চক্রের সদস্যরা নামি-দামি বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিলেন। তারা প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

তিনি বলেন, তারা নকল মোড়কে ভেজাল পণ্য প্যাকেটজাত করে বাজারে ছেড়েছিল এমন বেশ কয়েকটি পণ্য জব্দ করেছে সিআইডি। তার মধ্যে মির্জাপুর চা নামে চার হাজার ৮৬৪টি প্যাকেট, সুপার এক্সেল ডিটারজেন্ট নামে ছয় হাজার ১২০ প্যাকেট, চকোচকো চকলেট চার হাজার পিস। পালস চকলেট পাঁচ হাজার ৪০০ পিস, নিউ টাইগার ডিটারজেন্ট পাউডার তিন হাজার ৭৩৬ প্যাকেট, সুপার ড্রাই সিলিকা জেল ২৪ হাজার প্যাকেট, হাই স্পিড ললিপপ ৭৫টি, রোবু ড্রিংকস ১০০টি, রােবট ড্রিংকস ৬৫টিসহ প্রায় ১২টি ভুয়া পণ্য জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মিক্সার মেশিন একটি, প্যাকিং মেশিন একটি, পা সিলিং মেশিন সাতটি, সিলিকা রােল ১৫টি এবং  সিলিকা গুড়া চার কেজিসহ বেশকিছু মেশিন এবং কাঁচামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ ভোক্তাদের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। কিন্তু তারা যেসব কোম্পানির নাম দিয়ে বাজারে এসব পণ্য ছেড়েছে তার কোনো বিএসটিআইয়ের অনুমোদন নেই। তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ। তারা এমন প্রতারণা শুরুর আগে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছিলেন। যেখানে এসব পণ্য তৈরির প্রক্রিয়া তারা শিখেছিল।

চক্রটির সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ভেজাল পণ্যের বিরুদ্ধে সিআইডির তৎপরতা অব্যাহত থাকলে বলে জানান অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।