ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ১০ মণ জাটকা ইলিশ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
না’গঞ্জে ১০ মণ জাটকা ইলিশ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১০ মণ জাটকা ইলিশ জব্দ এবং চারজনকে আটক করেছে র‍্যাব

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে নদীতে ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১০ ম জাটকা ইলিশ জব্দ এবং চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার ভোরে বন্দর থানাধীন কলাগাছিয়া মাছ ঘাটস্থ মেঘনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ইলিশ বিক্রির দায়ে মো. রিপন (৩৮), মো. শরিফুল ইসলাম (১৮), মো. জুয়েল (৪২) ও মো. ফারুক হোসেন (৪২) কে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

নারায়ণগঞ্জের বন্দরের উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার ওই অপরাধ আমলে নিয়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ও ৫ এর (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

আসামিরা জরিমানার টাকা দিয়ে মুক্ত হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।