নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে নদীতে ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১০ মণ জাটকা ইলিশ জব্দ এবং চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার ভোরে বন্দর থানাধীন কলাগাছিয়া মাছ ঘাটস্থ মেঘনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ইলিশ বিক্রির দায়ে মো. রিপন (৩৮), মো. শরিফুল ইসলাম (১৮), মো. জুয়েল (৪২) ও মো. ফারুক হোসেন (৪২) কে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের বন্দরের উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার ওই অপরাধ আমলে নিয়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ও ৫ এর (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
আসামিরা জরিমানার টাকা দিয়ে মুক্ত হয়েছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এফএম