ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
মঙ্গলবার (১৬ মার্চ) রাতে এক বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় জাসদ নেতারা বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ বার বার দল পরিবর্তন করে নিন্দিত হলেও তিনি দেশের রাজনীতির ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষক ও সাক্ষী হিসেবে যে বইগুলো লিখেছেন, সে বইগুলো ইতিহাস চর্চার আকর গ্রন্থ হিসাবে ভূমিকা রাখবে।
** ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরকেআর/এসআরএস