ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে বন্দিদের জন্য নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। এছাড়া রয়েছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মঙ্গলবার (১৬ মার্চ) রাতে কারাগারটির জেলার মাহবুবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমেই থাকবে জাতীয় পতাকা উত্তোলন। এরপরে কারাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে বন্দিদের জন্য দেওয়া হবে বিশেষ নাস্তা।
এছাড়া সকাল ৯টার দিকে বন্দিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতমের আয়োজন করা হয়েছে।
মাহবুবুল ইসলাম আরও জানান, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বন্দিদের জন্য দুপুরে ও রাতে বিশেষ খাবার দেওয়া হবে। স্টাফদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কারাগারজুড়ে করা হয়েছে আলোকসজ্জা।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এজেডএস/এসআরএস