ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষ: রাজধানীতে র‌্যাবের নিরাপত্তা মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
মুজিববর্ষ: রাজধানীতে র‌্যাবের নিরাপত্তা মহড়া ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা মহড়া চালিয়েছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর ২ সদস্যরা।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার শুরুতেই অর্ধশতাধিক গাড়ি নিয়ে মানিক মিয়া এভিনিউর দুই প্রান্ত প্রদক্ষিণ করেন র‌্যাব সদস্যরা। এরপর রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসানো বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়।

শারীরিক তল্লাশির পাশাপাশি মাদক ও অস্ত্র শনাক্তে বিশেষ পারদর্শী ডগ স্কোয়াডের সহায়তায়ও এ সময় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

মহড়ায় অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা বাংলানিউজকে জানান, ১৭ থেকে ২৬ মার্চ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দেশে আসবেন। বিদেশি ভিভিআইপিদের ও উৎসব উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবেই বিভিন্ন এলাকায় এ ধরনের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।

মঙ্গলবার দুপুরে ১০ দিনের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জলে-স্থলে এবং আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আয়োজনকে কেন্দ্র করে র‌্যাবের বিভিন্ন চেকপোস্টে অন-সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ডিভাইস বসানো হবে। এর মাধ্যমে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের চেহারা, নাম ও পরিচয় শনাক্ত করা যাবে। ১৭-২৬ মার্চ অনুষ্ঠানে দেশব্যাপী নিরাপত্তা দেবে র‌্যাব। কেউ যদি আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চায় তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।